নোটবই হতে সন্ধ্যাটা নেমে গেলে
যন্ত্রণাটা চোখের সামনে ভাসে
আধো চোখখোলা রোদ
ঝরে পড়া আয়ু, বিষণ্ণ হৃদয় কাঁপে
না পাওয়ার নিঃশ্বাসে--


কলমের খোঁচা আকাশ নামায় বলে
রোজ কেঁদে যায় চঞ্চলতার ভোর
চোখ ভেজে না মন ভেজে না
প্রেম নদী ফুল তির তির করে হাঁটে
কাটলো কি তাতে হৃদয়ের ঘনঘোর?


রাতের আঁধার কলম ও খাতার
শুধু লিখে দিক আশা
লিখুক আরো ব্যর্থতা গুলো
আগামী কথার নিখুঁত রূপক
সর্বাঙ্গে ভালোবাসা।


মন, তুই নামিসনে, নামুক সন্ধ্যাকাল
পরাবাস্তব নয় বাস্তব আসুক নির্ভেজাল।
★★★★★★★★★★★★★★★★★★
১৫/০৯/২২