আজ তুমি এলে
অন্য অনুভুতি নিয়ে
ভেবেছ---- আমি কেঁদে কেঁদে ভাসাচ্ছি বুক
সুখের চিতার ভষ্ম হাতে
ফিরে যাচ্ছি আশ্বিনের মৃদুমন্দ কুয়াশায়
যেখানে দুঃখের চারা সতেজ
যেখানে দলিত মথিত
কিছু ফুল,কিছু ভালোবাসা,আর কিছু প্রতিভা।


না-- প্রতিভা, তা নয়
বাস্তবতার সাথে বর্তমানকে করে কমপেয়ার
বিগত দিনের অহল্যা স্মৃতির চলাফেরার
এক সহজ হিল্লে খুঁজে বেড়াই পথে পথে।


সে জনই  বিষন্ন আছি
সে জন্যই ক্লান্ত আছি
আসলে ভেতরে আমার
খুব বেশী সুখেদের মাতামাতি
তাইতো বেঁচে আছি,পৃথিবীও আছে
প্রতিভাও বেঁচে আছে
তুমি যদি ভেবে থাকো
আমিও কেঁদে ভাসাচ্ছি বুক
সুখের চিতার ভষ্ম হাতে
ফিরে যাচ্ছি আশ্বিনের মৃদুমন্দ কুয়াশায়
তাহলে আমিও ভাববো প্রতিভা
তুমি বড্ড কষ্টে আছ, দুঃখে আছ
নয়তো বা সুখে------


১৯৯৫
জন্মান্তর_কবিতাগুচ্ছ