কষ্ট নিওনা প্রতিভা
একে একে দূরে সরে যাচ্ছে চাঁদ সূর্য আকাশ
এমনকি আপনজন মা বাবা সন্তান
মায়া ভরা জোছনায় এখন আর কেউ হাঁটতে আসেনা সাথে, হেসেও কথা বলতে চায়না গায়ের স্বজন, প্রাতরাশে আসে না টেবিলে বন্ধু প্রিয়জন
কেবল সেই একচোখ নেই যার
প্রতি বৃহস্পতিবার-- হাঁক দেয় দরজায় বুড়ো মুসাফের।


কোন এক অনাগত সময়ের অপেক্ষায় থাকি
নিস্তব্ধতা ভেদ করে রাতজাগা পাখির কান্না শুনি
কিংবা ক্ষুধার্ত শৃগালের হুক্কা হুয়া
জীবন মৃত্যুর এই ছায়াবাজি খেলায়-- রোদ আলো কুয়াশায়, চিনে নেই এই অচেনা পৃথিবী
কষ্ট নিওনা প্রতিভা।


আবার যদি সুদিন কখনো আসে
প্রাতরাশের টেবিলে বন্ধু পাবে, পথে পথে দাঁড়াবে
আত্মীয়, মুঠো ভরে আগের মতই দিও ভালোবাসা
কষ্টের সময়ে কষ্ট দিয়ে পালানো সন্তানও আর টেবিলে বসে বলবে না মিষ্টি খেতে দাও লক্ষ টাকা
কেবল প্রতি বৃহস্পতিবার
একচোখ নেই যার-- হাঁক দিয়ে যাবে নিয়মিত
আমি এক মুসাফের
কষ্ট নিওনা প্রতিভা, কষ্ট নিওনা