কথা ছিল যুদ্ধে যাবার
শান্ত ছেলের ক্রিকেট খেলার
মাঠ পেরিয়ে, উদোম হেঁটে ঝিলের জলে নাইতে নামার পানকৌড়ি আর হাসের পালের,
পুঠি মাছ আর
খলসে দলের, একনাগাড়ে সঙ্গী হবার।


কথা ছিল যুদ্ধে যাবো
ভিমরুলের ঐ চাকের কাছে,
লংকা পোড়া ঝুল পাঠাবো
একটা শালিক, একটা ঘুঘুর,
বাচ্চা ধরে কান ফোঁটাবো।
গাছের খোড়ল, উচু ডালে,
লক্ষীপেঁচার ঘুম ভাঙাবো।


কথা ছিল যুদ্ধে যাবার
একটি সন্ধ্যে কাটিয়ে দেবার
পড়াশুনা সব দূরে যাক,
ভালো খাওয়া সব পড়ে থাক
চাঁদের আলো জোছনা মেখে,
চলো যাই সেই মুল্লুকে
চলো যাই বয়স বাড়াই,
একটু হাসি কান্না ছড়াই।


কথা ছিল যুদ্ধে যাবার
নজরুলেরই গান শুনাবার,
শুনি সেই উদ্ধত স্বর তোরা সব জয়ধ্বনি কর
ভেসে যাক হিংসা কালো জ্বলে যেন রবির আলো।


কথা ছিল নীল বসন্তে
হারিয়ে যাবার সময় হলে
কথা কবো মনটা খুলে
তুমি আমি দু 'জন মিলে।


কথা ছিল যু্দ্ধে যাবার
ঘাটে ঘাটে নাম লেখাবার
আমি সখা তুমি সখী
ভালোবাসার ফুল ফোঁটাবার
একটু সময় হোক মধুময় ; মধুমতি, কূল বাঘিয়ার।