স্মৃতি মাসী, ছিল কোথায় ঘর ?
অমল তুষার জন্মেছিল কোন সে চাঁদের প্রহর?
আজ সেখানে আগুন জ্বলে, সে নয় বাড়িঘর
জ্বলছে বুকের পর


স্মৃতি মাসী, তোমার চোখে শ্রাবণ ধারা চলে
আমার চোখে বারুদ চক্র খেলে
কী আর হবে  অমন চোখের জলে ?
দেশ যেখানে মন যেখানে মনুষ্যত্বের তলে!


স্মৃতি মাসী ক্ষমা করো, পারবে ভুলে যেতে ?
ভুলে যেও, ক্ষমা দিও। ক্ষমাই তো পরম ধর্ম।
বলছি তোমায় ক্ষমা করে দিতে।


কখ্খোনো আর চাই না এমন কলুষ ভরা মানুষ
এই দেশেতে অশান্তিরই ঢেউ দেয়া এক ফানুস
রক্ত ঝরাক আগুন লাগাক সংখ্যালঘুর ঘর
শান্তি চাইবো পরস্পর।


স্মৃতি মাসী, তোমার গায়ে জ্বর?
এসো কুড়াই, কোথায় ছিল অমল তুষার, কোথায় ছিল ঘর!