ঝলসানো ধানক্ষেতে সমস্ত ভবিষ্যৎ
মুঠোভরা কষ্ট নিয়ে চোখ মুছি বারবার
জলহীন চোখে আগুনের উত্তাপ
কী করে মেটাবো ক্ষুধা, দুঃখ কষ্ট সন্তাপ !
*
হায়েনার হিংস্র থাবায় ফুরায় শস্যদানা গরীব চাষীর ক্ষুধার যন্ত্রণায় কীভাবে হবো স্থির
ওদেরই ভরে না মন, পেট তার ভরা আরো আগে
তবু সব সহায় সম্পদ অঢেল অট্টালিকা
কেবল ওদেরই ভাগে
আমি তুমি কৃষক শ্রমিক চিরকাল শোষিতই ভাই
ওরা ছাড়া পৃথিবীতে ভোগের মানুষ যে নাই।
*
এইবেলা শোকে আছি ওইবেলা কাটাবো আশায়
যদি ঈশ্বর ভদ্র পাড়া হতে আসেন এখানে
হন যদি একান্ত সহায়।
*
দুঃখিনী মা এখনো বুকের নিঃশ্বাসে গোনে আশা
নাই তার কোন ক্ষেদ
হা ঈশ্বর! দাও ফিরিয়ে ক্ষুধার অন্ন সুখ স্বপ্ন ভাষা
কেটে যাক নিষ্ঠুর উদ্বেগ।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,