কষ্টে আছে মা
========
--শরীফ এমদাদ হোসেন
    তাং ০৫-০৮-২০২০


কষ্টে আছে মা।
আমি যার গর্ভজাত তার কষ্ট।
একটা প্রস্ফুটিত স্বচ্ছ রোদেলা সকালের অপেক্ষায় শীতার্ত  রাত্রি  পেরিয়ে
জলের সাথে যুদ্ধে  গৃহের সাথে যুদ্ধে  নিজের সাথে যুদ্ধ করতে করতে বাস্তুত্যাগী হই আমি
কলংক মাখি গায়, মৃত্যুর আগমনী গানে ছুটি দিশেহারা
পলাতক ছায়ার আড়ালে
তবু আমি নিশ্চুপ নই।
আমি তো কেবল দুঃখ আর বেদনার কথা কই।


কেননা কষ্টে আছে মা
আমি যার গর্ভজাত তার কষ্ট।
কুয়াশা ভরা চরম দিনটা কাটলো অসুখের হাটে
শুধু ওষুধ আর পথ্য জোগাড়ে চরম নাভিশ্বাসে
আমি তাই সন্ধ্যার রক্তিম সূর্যটা ধরতে পারিনি
কৃত্রিম  আলোয় রাতের নাচনে ভিড়তে পারিনি
কারো ক্ষুদে সংবাদে  নাড়তে পারিনি হাত যথাযথ
দুঃখের আরেক ইঞ্চি জমিন বেড়ে গেলো পরানের গহীনে। ছুটে চলা চঞ্চলা ধরণীর বুকে হারালো শোকার্ত সময়।
সামনে আলোর চিহ্ন দাগ টানা টানা রেখার মতো
ছুঁয়ে দিতে আসবে জানি নিষ্ঠার চৌকাঠ
আশাহীন তাই হইনা কখনো।