এমন একটি কবিতা লিখতে পারিনা
যে কবিতায় কান্না দূর হয়ে যায়
যে কবিতায় দুঃখগুলো পাড়ি জমায় বরফের ঠিকানায়, বলতেও পারিনা দুঃখ তুই দূর হয়ে যা
থাক না পড়ে কবিদের কবিতার খাতার পাতায়।ল
এমন একটি কবিতা লিখতে জানি না তর্জনী উচু করে হ্যামিলিয়নের সেই যাদুকর বলে দেবে,
কাল থেকে এক ইঞ্চি জমিনেও রোপিত হবেনা
দুঃখের আরোপিত বীজ
ফলবে না কৃত্রিম ক্ষুদে কৃমি ফসল।


এমন একটি কবিতা লিখতে পারিনা, বলতেও পারিনা, চাটার দলে চেটে খায় অবলীলায়
ভাগ্যহীনের ভাগ্য, দুর্ভাগা দেশ মাটি জনগন
যুগে যুগে অনৈতিক এক এগারো এসে পিষে মারে
কিছু নিরহ মানুষ আর এই সবের তীব্র প্রতিবাদ।


কবে কোন সুসময়ে লিখে দেবো কবিতা এমন!
ফুল পাখি আর শরতের আকাশের মতো
উদারতা নিয়ে ভালোবাসবো দেশ মাটি মা
আর অগুনতি সন্তান।


কবে লিখবো কবিতা এমন!
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,