কবিতা লিখি বলেই আমি কবি নাকি
কবি হলো ব্যাপক পরিচয়
আমার তা নেই বলে মনে হয়....
কবি যিনি তার কোঁকড়ানো গোঁফ আছে
লম্বা বিনুনি আঁটা চুল আছে
নাকের পরে চশমা আছে
কথার ভারী ঝাঁজ আছে
চোখে বৈশাখী ঝড় আছে
জীবন যন্ত্রণা ত্যাগ আছে
কাঁধে ঝোলানো ব্যাগ আছে
ডায়েরী খাতা পেন আছে
বুকে বনলতা সেন আছে
চরম দারিদ্রতা আছে
সংসারে ব্যর্থতা  আছে
পেছন ফেলা স্মৃতি আছে
অপ্রকাশের কষ্ট আছে।


কবিতা লিখি বলেই আমি কবি নাকি
কবি হলো ব্যাপক পরিচয়
আমার তা নেই বলে মনে হয়.....
কবিতায় আমার  রস নেই
ফুল পাখি আর যশ নেই
হৃদয়ে হতাশা মেঘ নেই
জল জোছনায় ত্যাগ নেই
ফাগুন চোখে আলো নেই
শ্রাবণ ধারা ভালো নেই।


কবিতা লিখি বলেই আমি কবি নাকি
কবি হলো ব্যাপক পরিচয়
আমার তা নেই বলে মনে হয়.....
কবিতা তুই আয়
কবির চোখে স্বপ্ন দে
তারায় ভরা আকাশ দে
চাঁদের হাসি জোছনা দে
এক পৃথিবী সাহস দে
স্মৃতির মাঠে ছন্দ দে
ফুল ফসলের গন্ধ দে
পাখির গানে বাহার দে
সাগর নদী পাহাড় দে।


কবিতা লিখি বলেই আমি কবি নাকি
কবি হলো ব্যাপক পরিচয়
আমার তা নেই বলে মনে হয়.....
কবি তুই আয়
সমকাল আর বিশ্ব কবিতায়
বৃক্ষ পত্র পল্লবে
বাঁধা বিঘ্ন  বিপ্লবে
সোহাগ স্বপ্ন সৌরভে
জ্ঞানে মানে গৌরবে।


কবি তুই আয়
কবিই পথ দেখায়
কবিই পারে সব
জীবনের অনুভব।
কবিতা লিখি বলেই আমি কবি নাকি
কবি হলো ব্যাপক পরিচয়
আমার তা মোটেই নেই বলে মনে হয়।
************************************
টুঙ্গিপাড়া,