মা বলেছিল ঠিকই বুঝবি একদিন
এমন ঝলমলে রোদ্দুর ভরা ফাগুনে মন কেন পুড়ে যায় কার যেন অপেক্ষার কাল গুনে!
আমার নবীন ধান শিমুল পারুল আর সব পাখিদের কলকাকলি পুড়ে পুড়ে গেলো বয়সের আগুনে
আমার দেহের ঘাম, মস্তিষ্ক প্রক্ষালন,আমার স্নেহের হাত নুয়ে গেলো অবোধ শাসনে।


মা বলেছিল ঠিকই বুঝবি একদিন
রোদ্দুর ভরা ফাগুনে মন কেন পুড়ে যায় মনকষ্টের আগুনে


স্নান শেষে বোধের শরীরে আসে স্বর্গের ছায়া
তুষ্ট ঈশ্বরও ছুঁয়ে দেয় করুণা, অকৃপণ মায়া
মমতার ওপারে মা, নিরন্তর ঈশ্বর হয়ে ছোঁয়ায় হাত
এই দীর্ঘ দিবস রাত
আজ এই এতোক্ষণে বাজে অন্তরে অন্তর গহীনে
বোধের ওপারে।
সত্যিই বুঝছি বলে কেঁদে মরি বোঝার অন্তরালে।


মা যে বলেছিল বুঝবি একদিন
খুঁজে নিতে এই খুঁজবার ঋণ, সত্যিই হলো তাই
মা যে আমার চিরটাকাল বিশাল আকাশটাই।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,২২-০২-২১