জল শুকিয়ে গিয়েছে চোখের
বহুকাল চোখ হতে গড়ায়নি বলে আকাশ কি
ঝরায়নি বৃষ্টির ফোঁটা
বাঁধ ভাঙ্গা স্রোতের শব্দ তো শুনি
দৃষ্টি আর মমতার ঝাপসায় ক্রমশ দূরগামী
একটি প্রিয় নাম
অযুতবার আঁকি তার ছবি--


বহুকাল আকাশ ঢেকে রাখা কৃষ্ণকায়া মেঘ
সুতীব্র যন্ত্রণায় হৃদয় ভেজাতে পারেনি বলে
অশ্রুর সমাধি হয়নি কোনকালে,
আঁচলে জড়িয়ে চোখ মনে হয়
এখনো তাকিয়ে আছো অচিন পথে


এই এতোকাল প্রবল শূন্যতা বুকে নিয়ে
কাঁদবার তুমুল তৃষ্ণায় বড্ড একা একা পথ হাঁটি,
তবু আজ তোমাকে ছেড়ে একা হতে সত্যিই ভীষণ
সন্ত্রস্ত আছি মা।