দিনভর কিচ্ছু পড়েনি পেটে,
ভরসায় চেয়ে থাকি
সন্ধ্যে হলে জুটতেও পারে খাবার
যদি নাইবা জোটে, পেটকে বলি, "একটিমাত্র দিন
থাকি না হয় ভূখা, অপেক্ষা কর আবার!"


দরদালানের বড় সব মহাজন
মনটা তাদের ভিখারির মতো নয়,আরো কুৎসিত কালো
ওরা পিশাচরূপী মানুষ নামের ভেখ
ওরা চিবোয় আখের মতো নীচু তলাদের
নারীদেহ পেলে আরো
তবু দয়ামায়সহ আছে কিছু লোক ভালো।


যারা ক্ষুধার অন্ন তুলে দেয় অন্নহীনে
যারা কাপড় চোপড়ে খুশী করে দ্বীন জনে
যারা শ্রমের মজুরী শোধ করে শ্রম শেষে
তাদের থেকেই শ্রম শেষে ফেরা " মা"
আনবে খাবার এই ক্ষুধা মেটাবার
তারই জন্যে কাটে যে সময় চরম অপেক্ষার।


এরই ফাঁকে দেখি দাঁড়িয়ে রাস্তায়
কাচের ওপারে ঝোলে স্বপ্নের নিদ
♥মা♥ তুমি আমার পৃথিবী, আমার খুশীর ঈদ।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, ০৯/০৫/২০২১