হারিয়ে গিয়েছো যারা
                    তারা কে কেমন আছো ?
কেমন আছো কবর শ্মশানবাসী ?


বেঁচেও যে কবরে শ্মশানে আছি
                                 জ্বলছি রাত্রিদিন


শুনে রাখো হে আকাশ!
           আমি মিটাতে পারবোনা কখনো ;


আমারে জন্ম দেয়া মা ও মাটির ঋণ!


মহাকালে দুইটি অক্ষর 'সুখ' যার নাম
তাকে যারা দেখলো না
আমার পুণ্য সকল বিলিয়ে দিলাম।


মাটির মমতা আঁকা দেহ আর মন
হাসিখেলা কান্নাকাটির এ আয়োজন
ফেলে রেখে যেতে হয়
                      তোমরাও ছেড়ে গেছো
চিরকাল চিরদিন কেউ থাকবে না নিশ্চয়।