মোটেই ভালো নেই বললে
ভালো কী কখনো ছিলে, বলতে পারো ?
ভালোর অন্তরালে মহাকাল কখনো রাখেনি ভালো
সবকালে সবদেশে ক্ষুধার যুদ্ধে, জীবনের যুদ্ধে, বন্ধুত্বের টানাপোড়েনে জাতি রাষ্ট্র সংসার নারী পুরুষ প্রকৃতির যু্দ্ধে বেসামাল।


কোন রুদ্রের বৈশাখে, কার শক্ত বাহুর তাণ্ডবে
অথবা নিভৃতের ক্রন্দনে, কোন হাতে পার হই
আগামীর সিঁড়ি, বলতে পারো?


কী উপায়ে ভালো থাকি, তাও কি বলতে পারো
হলুদ বেষ্টনি ভেদ করে এই পৃথিবীতে কখন নামবে সব সম্পর্কের আলো?


সঘন ঘন দুর্যোগের আস্তরণে আকণ্ঠ ডুবেও
বাঁচবার সাধ জাগে বড়
রাত্রির অন্ধকার ভেদ করে অরুণ আলোয় স্নান সেরে
পবিত্র হতে ইচ্ছে হয় খুব।


আর কতটা থাকবে নিশ্চুপ
এসো ভালো হই , ভালো'র উৎসব থেকে
জ্বেলে দেই আঁধার-আলোর সম্পর্কের ধূপ।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,