কিছু ভুলে থাকা ভালো,কিছু অভিমান জমিয়ে রাখা ভালো,কিছুক্ষণ আরো দূরে দূরে থাকা ভালো
বিকেলটা গড়িয়ে সন্ধ্যে যদি ভালো হয় হোক
মস্তবড় আকাশটা যদি বিবর্ণ  হয় হোক
ঘোলাটে হয় হোক তাহার কালো চোখ
প্রিয় ফুল প্রিয় পাখি প্রিয়ই থাকুক
অভিমান সেতো ভাঙবেই।
~~
যত বিয়োগ ব্যথায় কাঁদো এটাতো চলবেই আজীবন
যতটা আপন মনে করো তফাতটা ততই
কিছু ভালো চিরদিনই ভালো, কিছু খারাপও
কিছু পাপ চিরদিনই পাপ, অন্যায়
কিছু ন্যায্যতা সকল সময় থাকে, থাকে অধিকার
ঘরের ভেতরে হলেও সে দাবী আসবেই।
~~
কিছু সময় অন্ধকার থাকা ভালো, চাঁদ তারা ঠিকানাহীন,কিছু ব্যথা অপ্রকাশিত ভালো,যন্ত্রণাহীন।
কিছু স্বপ্ন মনে রাখা ভালো, কিছু ভুলে যাওয়া
কিছু ঘুমে গভীরতা ভালো কিছুটা শুধু গড়াগড়ি
কিছু রাত জাগা পাখি ডাকে তো ডাকুক
ভোরের আলো সে তো ফুটবেই।
*****************************
টুঙ্গিপাড়া,