আজ একটি দিন ছুটি নেবো, কোথাও যাবো না
এই কার্তিকের বিষণ্ণ বাতাস বুকে ঠেলে
মধুমতীর তীর ধরে হাঁটবো কিছুক্ষণ
অমাবশ্যার গাঢ় অন্ধরাতে মুুগ্ধ হবো ছাতিমের ঘ্রাণে
যাবতীয় প্রতিজ্ঞা ভুলে যেমন করে জলের মতো পাল্টালে রঙ
খেয়াঘাটের সিঁদুর রাঙানো বটগাছ ছুঁয়ে নেয়া আমিও তোমার প্রতিজ্ঞা ভুলে যাবো
আজ আর কোথাও যাব না আমি


আজ আমি ভাববো না মোটেই
মেঘলা মাঠে জোনাকফুলের আবেদনে ভরাবো মন
শহরের হুইসেল পৌঁছবে না এই এতদূর
রেল লাইন ধরে হাঁটা বিকেলটা না হয় না হোক
অথবা গণগ্রন্থাগারের অপেক্ষাটা
আজ আমি জলের গানে, পাখির গানে, কাশের বনে হারিয়ে যাবো
আজ আমি খুব প্রিয় হবো বৌদির, ঘ্রাণ  আর নেবো না অন্য ফুলের।


আজ আর কোথাও যাবো না
নদীর কলতানে না হয় স্মৃতিভুলে থাকলাম এলোমেলো
ভুল আর ধরতে এসো না
মিঠের পাহাড়ে মধু অথবা চিনির প্রয়োজন নেই আপাতত।
★★★★★★★★★★★★★★★★★★★★★
অগ্রন্থিত কবিতা। রচনা ১৯৯৩। ফিরে পাওয়া খাতা হতে।