কী এমন হয়েছিল তার!  আটাশ বছর পথে পথে ?
পূর্নিমার চাঁদ তবু আগের মতই, রাতের জোছনা ঢালে  হৃদয়াকাশে। পূবের জানলা খুলে বসি রোজ
আহা! এই রাস্তার পাশ ধরে পাগল অখিল যদি আসে!


ভোরের পাখির গানে মন তার জুড়লো না আর  
রাত শেষে আবারও রাত তার সকলসময়
ধুলো আর ময়লায় সহবাস যার, অখিল যার নাম
সেই হলো বিবাগী পথের, পথ হলো পাগলের ধাম।


কোন সে মন পাথরের ঘৃণ্য আঘাতে বিদীর্ণ হলো অখিলের মন ? কোন সে গ্রহের ফেরে অথৈ তৃষ্ণার জলে ডুবে তুলতে গেলো অমূল্য রতন
কী তার রূপ, কী তার যৌবন? কোন মোহতায় হারালো অখিল তার সুস্থির জীবন ?__________________________
টুঙ্গিপাড়া,