মন নদী, তুইও শুকাবি নাকি? কত নদী শুকালো
রোদ আর খরতাপে, কত নদী মনের ভেতর
ভরা জোয়ার আসলো না বলে
শ্রাবণও কেঁদে কেটে একাকার হলো, নীরব সাক্ষী হয়ে রইলো আকাশ আকাশের সংসার
-
আশা, তুইও ফুরাবি নাকি? চিরকাল জেগে আছি আশার ভেতর, পর্বতও জল চায় মেঘের ভেতর
তারও প্রয়োজন কান্নার,নাহলে থেমে যাবে ঝর্ণার গান
-
বিরহ, তুইও সময়ে দরকারি! কবিদের কবিতায়
প্রেমিকের বুকে। আহা! পাণ্ডুর চোখা নারী, বিরহের আগুন জ্বেলে বুকে; নির্বাক প্রহর গোনা কার অপেক্ষায়-
-
দূরে হাঁটা মন আর নদী!
প্লাবন আসুক জোরে সোরে, সে প্লাবনে ভেসে যাক তাবৎ অসুখ।