রোজ কবিতা লিখি আজ আর নাইবা লিখলাম
আজ না হয় অশরীরী ঘুরে এলাম
পাড়া বেড়ানোর সেই বয়সটা ফেলে এসে অবশেষে কী পেলাম আর নাইবা পেলাম
আমিও একদিন  হয়ত কোন একদিন একজনের খুব বেশী প্রিয় ছিলাম প্রিয় মানুষটি ছিলাম
প্রিয় চোখে বহুকাল জীবনেরে ঘষে ঘষে কত কী যে লিখেই দিলাম
কী পেলাম আর নাইবা পেলাম


জীবন জীবনেরে ফেলে সময় সময়েরে ঢেলে
জীবনই এগিয়ে যায় এতকাল তাইতো দেখলাম
আজ আর কবিতা নাইবা লিখলাম


বৃক্ষ চড়ার চরম ইচ্ছায় যে শাখাই ধরতে গেলাম
অচিরেই হৃদয়টা ভাঙলাম,আসলেই কী ব্যর্থ ছিলাম
যা কিছুই প্রিয় ভাবলাম ধীরে ধীরে তাও হারালাম
প্রিয় ফুল প্রিয় পাখি ওই আকাশটা নীল
ওই দূর সীমানায় উড়ে যায় স্বাধীন ডানার চিল
কেবল আমিই চিরটাকাল অধীন হলাম


মৃতপ্রায় নদীও বালুর ভেতরে খোঁজে স্রোত
বৈশাখ রুদ্ররূপ
মনের ফাগুনে আঁধার চায় না মন মনও চায় যৌবন তদ্রূপ
আমিও আজ আর কবিতা নাইবা লিখলাম
মন যেদিকেই চায় সেদিকেই না হয় যাবার ইচ্ছে নিলাম।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, ফেসবুকে পোস্ট ১৮/০২/২১