যদি থাকতে চাস থেকে যা
অতৃপ্তি হবে না কখনো
তোর ছায়া আমার, প্রিয় ছিল এককালে


তুই জানিস?  তোর জন্য একটা ফর্দ লিখেলেও তা মুছে গেলো ভুল বাটনের চাপে
কী যে অসতর্ক হয়ে যাই মাঝে মাঝে!  আজকাল স্মৃতিও আমাকে  মুখ ভেংচায়।


এলি যখন
যদি থাকতে চাস আমার কাছে থেকে যা
অতৃপ্তি হবে না কখনো
তোর ছায়া আমার, প্রিয় ছিল এককালে।


জানিস ? রোদে পুড়ে তামাটে রাখাল যখন নদীতে নাইতে নামে, সোঁদা গন্ধ এসে ভরে যায়
তোর দেহে সোঁদা গন্ধ ছিল,ভেজা গা'র নিসর্গ ধার ছিলো, তোর ঠোঁটে অকুল তৃষ্ণার ঢেউ ছিল
চোখে মাতাল চাহনি ছিল গালভরা হাসি ছিল।


সেই তুই, এক সাগর শ্রাবণ চোখের জল ফেলে
কোথায় হারালি, একবারও বললি না ?
আমারও তো দরকার ছিল একটি চঞ্চলা ফলবতী পৃথিবী, মুগ্ধ রাতের পূর্ণিমা চাঁদ , আমারও তো দরকার ছিল পাখি ডাকা সুস্মিত ভোর অথবা সুরভী সন্ধ্যা, মায়াবিনী এক পৌষের দুপুর।


আজ এতোদিন পর যখন এলি, থেকে যা
অতৃপ্তি  হবে না কখনো
তোর ছায়া আমার প্রিয় ছিল এককালে।


থেকে যা, তোর কোন অণুসঙ্গে যাবো না আমি
স্বপ্নের বসতিতেও বাড়াবো না কখনো হাত
নিসর্গের দিকে আর নাই বা তাকালাম।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া