আষাঢ় আসেনি এখনো
এখনো বিছানো রয়েছে আকাশে তারাদের সারি
মেঘেদের দল এখনো ছোটেনি চৈতন্যে
ব্রম্মা এখনো কাঁদেনি  বলে
নদী ফুঁসে ওঠেনি
বৃষ্টি অনেক দূর।


ঈশানে এখনো হাহাকার
পাতালে লুকানো হাসি,সাইবেরিয়া পার
এখনো গলেনি মন
সাদা বরফের চাঁই ছাড়েনি গ্রীনল্যাণ্ড
ফোটেনি আলোর ভোর।


বলো তো কি করে যাই
আষাঢ়ের কোল ঘেঁষে ওই দূর নীলিমায়
কালোদের কথাকলি
অথচ নদীর ভিতরে নদী, গ্রামের মধ্যে গ্রাম
নগরের ভিতরে নগর আর আমার ভিতরে আমি
প্রতিদিন বৃষ্টিহীন ভিজে যাই , প্রতিদিন আলোহীন অন্ধকারে আলোকিত হই
প্রতিদিন তাপিত হই হিমশীতল বরফের চাঁইয়ের মধ্যে থেকেও।


আষাঢ় সন্ধ্যার প্রয়োজন  হয়না আর।
************************
টুঙ্গিপাড়া,