বিরক্ত হচ্ছি ঠিকই বিরাগী হচ্ছি না
কেননা বৈরাগ্য আমার নয়
আমি খেটে খাওয়া মানুষ আমি শব্দ বানাই
বর্ণমালা সাজাই
ঝলমলে আলোর রোশনাই দেখে ভিড়ে যাই না
তবে আড্ডামারি পাড়ার মোড়ে
রোজ কান্না দেখি বেদনা দেখি বেদনার্ত হই
কারো ফাগুন দেখে জিহ্বা বাড়াই না...
তারপরও আমি আমাকে ভালো বলতে পারিনা
কীভাবে আরেকজন কে ভালো বলি ?


সেই হাজার বছর ধরে সংস্কৃতি পাল্টে পাল্টে
আবার ফেরে স্বপথে
আবার মানুষ ভালোবেসে নতুন করে পথ হাঁটে
আবার মানুষ ফুলের কাছে যায়
স্নেহের কাছে যায় ভাষার কাছে যায়
জীবনের শরৎ আসে বসন্ত আসে।


অথচ একটি সংস্কৃতি কখনো পাল্টে যায় না
আজন্মকাল আমার পূর্বপুরুষ আমি অথবা আমার পরবর্তী প্রজন্ম বহন করে আছি মনুষ্যত্বের স্বভাব।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,