তিরিশ বছর দাঁড়িয়ে আছি
আমার মৌনতাকে পড়ি আমি,
খুঁজে নেই বহু জনমের যাবতীয় প্রশ্নের উত্তর
আমাকে চিনতে পারিনি আজও


কী করে তোমাকে চিনি? কি করে চিনি তোমার ভূগোল?


জানি আমি,
সাইলেন্স ইজ এ ক্রাইম (চুপ করে থাকা পাপ)
তবু পাশ কেটে যেতে চাই, যেতেও হয়
ভেতরে বারুদ ওঠে তেতে
এমনতর
মৃত্যুর মতো বেঁচে থাকবার কোন মানে হয়?


তবুুও কেবল মৌনতায়
আবছায়া স্বপ্নের অপেক্ষায় মনে হয় হাজার বছর থাকি
যদি চেনা যায় তোমাদের বাড়ি
যদি জানতে পারি সততার সাথে তোমাদের সখ্যতা
মৌনতাও হতে পারে একটি গানের পাখি।