মাঝে মাঝে মৃত্যু এলে ভালোই লাগে
ওকে বলি পাশে বস
আয় গল্প করি
কেন আমি জন্মেছি মাটির ধরায়
বাপ-মা দাদা পর দাদা তারও পূর্বপুরুষ!
আয় তোকে নিয়ে কানামাছি খেলি কিছুটা সময়


মৃত্যু কোন কথা বলেনা
কোন আতিথ্য মানে না, নিজের হিংস্রতা দেখায়
ভয়ানক পরিনাম দেখায়
তার দায়িত্ববোধ শোনায়, কেননা মৃত্যুও জানে খুব
সে এক অনিচ্ছুক দাশ
তাই তার মানবতা নেই
তার মমতা নেই, হৃদয় বলতে কিছু নেই


মাঝে মাঝে মৃত্যু এলে হেসে উঠি
ডাকি আয় তিন পাত্তি খেলি জীবনের
বলি শোন, একবার হেসে ওঠ
যদি সম্ভব হয় গান ধর, পঞ্চকবির
ভালোবাসা বিলিয়ে দে' একবার
তবু সে দায়িত্ব  নিয়ে থাকে অবিচল


সে কারণেই মৃত্যু এসে নিয়ে যায় প্রতিক্ষণ
শেখায় তোমাকে, আমাকে। দেখায়
সব ছেড়ে শেষ স্থান মাটির ঠিকানা
★★★★★★★★★★★★★★★★★★★