বিজ্ঞানের এ চরম উন্নতির দিনেও চারদিকে বাড়ছে নিরন্ন মানুষ, অদ্ভুত হাহাকারে ধুকছে সময়
অপুষ্টি, অনাহার চরম দারিদ্র্যতা গোটা বিশ্বময়
অথচ পচে যাচ্ছে, বোমার আঘাতে পুড়ে যাচ্ছে ইউক্রেনের শস্য ভাণ্ডার,
বিধ্বস্ত নয়নাভিরাম শহর বন্দর লোকালয়আবাদি জমি
খারকিভ, কিভ, মারিওপোল, ওডেসা যেন এক ভয়ংকর মৃত্যুপুরী--
মানুষ জানেনা, বৃক্ষ পশুপাখি কীটপতঙ্গ জানেনা
কিংবা প্রতিবেশী দেশ রাষ্ট্র জনতা
কোন খেয়ালের যুদ্ধ খেলায় আজ নাকাল পৃথিবী?


কেন ভুলে যায় মানুষ হিরোশিমার পর আর কিছুই আগের মতো আসেনি
টুইন টাওয়ার, কাবুল, বাগদাদ, সিরিয়া, লিবিয়া, লেবানন, ফিলিস্থিন কোথাও শান্তি আসেনি
দেশে দেশে যুগে যুগে এই অশান্তির কালোছায়ে কোন না কোন রক্তমাংসের মানুষ।
চিরদিনই সে নিন্দিত ঘৃণিত হতে থাকে, মহাবীর কে তাকে বলে?


কাল মহাকালে মানুষ মরেছে বেশুমার, যুদ্ধ মারী মড়ক দুর্ভিক্ষে পাশাপাশি
আজও এই গ্রহের মানুষ আমরা, মানুষ নামের সবচেয়ে বড় জানোয়ার আছি।
___________________________