প্রতিভা,আমার হাত ধরো।
চলো যাই, স্বর্গে যাই
এখানে অনন্ত অসুখ, জ্বরা মৃত্যু অসহ্য যন্ত্রণা
এসো হাত ধরো, ওই তো সিংহদুয়ার।


বাতাসে মলিন মুখের নির্লজ্জ বীভৎসতা
দেখতে চাই না আর
দেখতে চাই না নিশ্বাসে ব্যর্থ মানুষ
চোখের সামনে ক্ষয়ে যেতে যেতে
জীবনে বাঁচবার প্রবল আকুতি জানায়।


নদীও যৌবন খুলে উন্মত্ত নাচে আপনার পথে
তারও মৃত্যু বালুকায়
এখানে আছে কিছু অনিষ্ট প্রাণ,
জানে তারা পৃথিবী করায়ত্ত করেও ক্ষণকাল
তবু নামে যুদ্ধে সম্পদে সুনামে সুখে
আসলে কী পাওয়া যায়?


প্রতিভা, চলো যাই, স্বর্গে যাই
বলা প্রশ্নের জবাবটা কারো জানা নাই
চলো যাই, চলো যাই
****************************
টুঙ্গিপাড়া,