রাস্তায় হেঁটে যেতে যেতে দেখলাম
তুই মুঠোফোনে দিচ্ছিস চুমু
বাতাসে ছড়ায় খবর মুঠো মুঠো সুখ তুই
জমা করে রাখছিস কোন বাক্সের ভেতর
এত সুখ কোথায় পেলি ?


রোজ বাড়ি এসে হানা দেয় অচেনা মানুষ
তারা নাকি নদীকেও ভাড়া নেয়,পাখির কান্নাও
রোদ এসে চমকায় ঘরের দাওয়ায়
তোর ফোনে কথা যায়, আধো ফোটা প্রেম
প্রেম বনে তুই কি অলি ?


রাতের জোছনা খায় গিলে পৃথিবী শরীর
রোজ আসে অচেনা মানুষ
কী এমন মায়া আর যাদুর রাখাল, তুই হলি ?


মুঠোফোনে অবাধ সাঁতার
চোখাচোখি দেখাদেখি অদ্ভুত খেলা
নষ্টের আদালতে কত নাম লিখবো আবার
রাতদিন মুঠোফোনে নষ্টরা করছে সাঁতার।
***************************