যদি আর কখনো না যাই
তবে কিনা  খুব বেশী বেদনা হবে মনে??
সে কোন আশ্বিনের সন্ধ্যায় এলো চুলে পথ হারালে।


কার্তিকের ফিন ফিনে কুয়াশার হাতে হাত ছোঁব বলে
সুপারি পাতার ফাঁকে হাত বাড়ালে
শিউলির গন্ধে ভরা ভেজানো রাতের তারায়
নিদহীন দু' চোখের পথ দেখালে।


হায়! এখনো কি সেই ধাবমান মনে তোমার আলুথালু বাজায় বাঁশি?
এখনো কি ফেরারি জোছনায় হাঁটো তুমি একাকীনি প্রেমের চাষী.......


আর যদি না যাই কখনো ??
তবে কিনা শোকের পাথরে  ডুবে যাবে চাঁদ
অকুল তৃষ্ণার ঢেউ, খেলে যাবে নদ নদী বেদনার চরে ?


যদি না যাই কখনো আর
চুপি চুপি এসো ফুল শাখে মনের মধুপ হয়ে  প্রিয় পাখি প্রজাপতি রঙে।
নিশ্চয়ই জেনে বসে আছোঃ  না এলেও মন পড়ে থাকে।
******************************
টুঙ্গিপাড়া,