দাঁড়িয়ে থেকো না, হাঁটতে শেখো
ফুলবনে ভ্রমরও দাঁড়ায় না দীর্ঘক্ষণ কোনো ফুলে
হোক না সে অসুস্থ ভ্রমর
যতই শান্ত নদী ভেসে চলে জলের স্রোতে
'
এভাবে থেমো না, চলতে থাকো
মলিন কুয়াশা ফেরাতে পারেনা আলোর গমন
ফেরাতে পারে না যার ছোঁয়া হৃদয়ের তারে
যে নির্জনতা নিয়ে খেলা করে
থামতে বারণ তার, থেমো না
'
চুপ করে থেকো না , চুপ থাকা পাপ
কিছুটা বলতে পারো বলাতেও আছে স্লোগান
যে স্লোগান দোলা দেয় প্রাণে দ্রোহ আনে গানে
যুগে যুগে অসংখ্যবার ঘটেছে এমন
'
ওইতো স্মৃতির মিনার
অজস্র প্রাণের বাঁচবার হাতিয়ার
সবদেশে জাগবার, প্রেরণার একটি অঙ্গিকার
শুধু স্মৃতি ধরেই থেকো না, জাগতে শেখো ভালোবাসতে শেখো।
****************************
★আলোচনা পর্বে আজ প্রকাশিত হয়েছে" কবিতা নিয়ে কিছু বলবো--পর্ব-২"। আপনার গঠনমূলক মন্তব্য, মতামত, পরামর্শ আশাকরি★