ঝাঁজ নেই একটু ঝাঁজ দিয়ে নাও ঠোঁটে
জল নেই, ডুব দিয়ে নাও জলে
শান নেই, শান দিয়ে নাও শানে
বুঝছ না ?
পাক নেই পাক দিয়ে নাও গোঁফে
তবু পিছলে যেও না।
*
বাক নেই তবু গহীন দৃষ্টি সে বাঁকে
প্রেম নেই তবু চাহনিতে চোখ হাকে
ছায়া নেই তবু ছায়া হাঁটে পিছু পিছু
বলতে চাও?  বলে যাও তবে কিছু
তবু মনের আড়ি  দিও না।
*
কড়ি নেই, দাম নেই কোন খানে
লড়ি নেই তো মার খাও জনে জনে
পোলা নেই তো আঘাত চলে মনে মনে
কন্যা, জ্বলে চিরটাকাল চিতার জ্বলনে
মন তবু ভালোবাসা ছাড়ে না।
*
ঝাঁজ নেই ঝাঁজ দিবা আর কীসে
কাজ নেই, কাজের সময় শেষে
এসো হোক আবার নতুন চাওয়া
এসো হোক জনম জনম পাওয়া
ওই মন কখনো কি কাড়ে না?
★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,