আজ কোন প্রতিশ্রুতি নেই, কোন গান
কেবল হেঁটে যাবো সমুদ্দুর
মৃত্যুর মত চেয়ে থাকা ঝুলন্ত বাদুড় ; রাত হলে জেগে ওঠে আঁধারেরে অদ্ভুত ভালোবেসে
দেখবো চেয়ে, দূর দ্বীপে অন্ধকারে জ্বলে জোনাকি।


নেই কোন প্রতিশ্রুতি, নেবো না কোন প্রতিশোধ
কেবল বসে থাকা নয়,
শুধু জেনে রেখো," দুর্ভিক্ষ! তুমি দূরে থেকো
আমার প্রেমে অপ্রেমে, মেধা আর শ্রমে আবার ফেরাবো বিনয়ী সকাল
তপ্ত বুকের জমিনে বর্ষার ঘটাবো তুমুল আন্দোলন।"


নেই কোন প্রতিশ্রুতি, কোন অভিমান
নেবো না কোন প্রতিশোধ
যেখানে যে মরুক বাঁচুক আমার কী যায় আসে তার
এমন চলা কি ঠিক?
দুস্তর অসুখের হাটে, জীবনেরে বাজি রেখে
চলো যাই
চমকাই ; ফেরাই আলোর ঝিলিক।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,