কী যেন নাম বলেছিলে
ভুলেই গেলাম নামটি তোমার
কখন আবার দেখবো তোমায় এ তল্লাটে
এমনিতেই ভাল্লাগে না কিচ্ছু মোটে।


তোমার আমি নাম জানি না
দেখলে হয়ত চিনতে পারি, কখন তুমি ফুলের সাথে  পাখির সাথে কলরবে নেচে নেচে আসবে কাছে
কখন তুমি রোদের ঝিলিক
চাঁদমুখো ডুব সাঁতার হবে
কখন তুমি হাসির ফাঁকে ভালোবাসার আকাশ হবে!


কেথায় আবার খুঁজবো তোমায়
কোথায় পাবো সৌম্য সকাল
কোথায় পাবো হরিৎ বিকেল কস্তূরী মুখ ঘ্রাণের বাহার
কোথায় পাবো হিজল তলায় বসার মত ক্লান্ত দুপুর
কোথায় সুখের সন্ধ্যাকালে জোনাক জ্বলা আলোর নূপুর !


চারদিকেতে অসীম তাড়া, মৃত্যু এসে দরজা নাড়ায়
দরজা নাড়ায় অভাব-স্বভাব, কুল ছাড়া সব কুলটারা


দেখছো কিনা সবহারাদের নিত্য দুঃখের আঁধার কালো
দেখছো নাকি সুখহারা মুখ বেদন মুখি স্বভাব ভালো
তার মাঝেও খুঁজছি তোমায়,
                     খুঁজছি কেন জানি না তো!
******************************
টুঙ্গিপাড়া,২৯/০৫/২০