এমন কেন নিখোঁজ হলে
বলছিল কে অমন করে রাতের আঁধার দিনকে করে
সব ভোলারে ভুলিয়ে দিয়ে
একলা একা নিখোঁজ হতে ?


চোখের তারায় আর কখনো ঝড় আসেনি
চৈতি রাতও কয়নি কিছু
পাষাণ দিলে সিল মেরেছি ভোটের মত
রুদ্ধ তারে সেই করেছি
আর কখনো দেখবো না সে কবর খুঁড়ে
যতই তুমি উঁকি মারো আঁধার ফুঁড়ে
এই দরজা বন্ধ হলো চিরতরে
এমন কেন নিখোঁজ হলে কোন সে ব্যথায় অভিমানে
আর চাবো না জানতেও তা


জীবন কঠিন, সত্য কঠিন তারও চেয়ে কঠিন জেনো মানুষ চেনা
মানুষই তো এক মানুষের পরম বন্ধু হিতাকাঙ্ক্ষী
চরমতম শত্রু তারা
মানুষই তো মানুষেরে কবর খুঁড়ে রেখে আসে
অল্পদিনেই আপনজনেও ভুলে বসে
হায়রে মানুষ! রঙের ফানুস!!


তবু যদি চিনে থাকো সুহৃদ তোমার
বিশ্বাসেরই পিছে তোমার দৌড় শুরু হোক
দৌড়ে তুমি যাওনা কেনা ছাপা-মারওয়া
ওঁত পাতা সব শয়তানেরা ঝুকি নেবে
পার হয়ে যাও চরম বাঁধা অনায়াসে
পেছন থেকে সেটুকুই দোয়া মাগি
যতই তুমি নিখোঁজ থাকো আমার থেকে।
***************************
টুঙ্গিপাড়া,১৪/০৪/২১