নিক্তি দিয়ে মেপেছি হৃদয়
মেপে দেখলাম মন
দুটির তফাত জানে না এ অভাজন।
জানো তুমি? জ্যৈষ্ঠের দিনে কতটা ক্যালরি ক্ষয়
দুঃখের পাল্লায় কতটা দুঃখ করে গেছি সঞ্চয় ?


পঞ্চাশ বছর জন্মেছি আমি পঞ্চাশে স্বাধীনতা
কীইবা দিলাম কীইবা নিলাম
দেখেই গেলাম ভিজে জবজবে মায়ের চোখের পাতা।


চোর চোর খেলা আর কতকাল
স্বপ্মে সরাই যত জঞ্জাল
স্বপ্নের মতো কবে হবে দেশ কবে দূর হবে কবে হবে শেষ নষ্টের অঞ্চল।


নিক্তি দিয়ে মেপেছি হৃদয়
মেপে দেখলাম মন
মেপে দেখলাম কষ্ট মানুষ কষ্টের সঞ্চয়।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,