বাবা, তোমার ফিরে আসাটাই ঈদ
যাপন কখনো নয়, মা হাসছে ওটাই আমার ঈদ
দাদীমা লাল গামছায় মুছছে আনন্দাশ্রু, বোনের ছলাৎ ছলাৎ চলা , চাঁদ রাতে আলু ভর্তায় ভাত সকালে মরিচ পান্তা আমার ঈদ
এ ঈদের আনন্দ রাখি কই, বলতেই পারি
ওলো সই, আমি তো আর আজ এতিম শিশুটি নই!
*
পথে পথে কত দেরী, কত মহাজন ভিড়ায় তরী
কত জীবনের হয় অবসান
যাত্রার নিঃসীম শূন্যতায় কত স্বজন হারিয়ে যায়
কত যাওয়া আসার ঘটে যায় ইতি ;
অজানার আহবান মিশে যায় কোন গহীন অন্ধকারে, দুঃখ জ্বরা যন্ত্রণার কঠিন জীবন পাতি। কী দিবস কী রাতি!
*
এমন করেই চলে গেছে অতীতের দিন হয়তবা সোনালী রঙ্গিন, শোকে দুঃখে সুখে
পেরোতে হয়, পেরিয়েও যায় আলো আঁধারেরে দিতে
সকল উৎসব দিন
আজ আমি আছি হয়তবা কাল নাই, শুনে রেখো মানুষ সকল এটাই নিয়তির ঋণ।
*****************************
১০/০৫/২০২১