সারাদিন মন বসে নাই মনে
সাজে নাই কোন কবিতার কথা
দুরন্ত কৈশোরে
হাতের ডগায় চাপে নাই অনুভূতি
সময়ই হয় নাই, সময়ের শালবনে
সারাদিন মন বসে নাই মনে।


সারাদিন আগুন আগুন খেলায়
কার চিতা জ্বলে অশোক বনের ধারে
কোন বিরহিণী কাঁদলো আকাশ তলে
মায়াবিনী চোখে আহলাদী প্রেমবনে
সারাদিন মন বসে নাই মনে


সারাদিন আকাশ দেখিনি বলে
আকাশের নীচে আঁধারের রঙ খেলা
মানুষের কাছে মানুষের দূর ভালো
বেঁচে থাকবার একটাই কথা জানা
ভোটের ব্যালটে যত রাজ্যই করো জয়
জীবনটাই যে আপাতত খুব বড়।


চেয়ে দেখো শুধু শেষ যাত্রার পথে
কত চেনা জন হারাচ্ছে চিরতরে
এই পৃথিবীর কোন অলিগলি ধরে
সে মানুষগুলো আসবে না আর মোটে
এ কোন খেলা চলছে ঈশ্বরের
ভাবা কি হয়নি এখনো বিশ্বাসে??


সারাদিন ভাবছি একলা মনে
যতই বলছি মন বসে নাই মনে
থামাও তোমার ছোবল হিংসা কালো
এই পৃথিবীর সব করে দাও ভালো
বেঁচে থাকবার বায়ু দাও নিঃশ্বাসে।
★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া