নিঃশব্দের কান্না
==============


গান শুনছিঃ


যে গানের অর্থ বুঝিনা,সুর তাল
আর ছন্দালংকার জানিনা
অথচ গান আমার
বডড ভালোলাগে


যে গানের কোমলতা নেই
কান্না নেই-- কন্ঠ নেই
নেই কোন বাদ্য
শুধু হৃদয়ের মিহিতারে
টুং টাং শব্দে
গেয়ে যায়
সে গান আমার বডড ভালোলাগে


ভালোলাগে তর তর করে
বয়ে চলা তোমার
বাড়ন্ত দেহ
লখপুরে কাঁপানো ঠোঁট
ভাংগনপাড়ের বান্ধবী প্রচার।


গান শুনছিঃ


যে গানের অসহায়ত্ব টানে
মনের দাঁড়ে ভীড়ে
হাজারো কান্নার প্রশ্ন
অথচ কান্না নেই, কন্ঠ নেই
আছে--,আছে শুধু নীরবতা
সে গান আমার বডড ভালোলাগে।
             টুংগীপাড়া, গোপালগঞ্জ
               ০৯--০৪--১৯৯২ ই


ইংগিত
============


গন্ধটা কিসের
আঁতুরের-----?
কে জানতো স্বর্গবাস উত্থানের পথে !
ও  এসে দাড়াবে-- পৃথিবীতে।


যদি সে এলোই
তবে কেন জানিয়ে গেল না বাতাস
ঘোষনা দিল না আকাশ
আকাশের কান্নায় তাকে
ধরতে পারবো।
তবু,না হলে কি আর আকাশ
আঁতুরের গন্ধ ছড়াবে বাতাসে     ?


আঁতুর তো নয়
ও  এক অঙ্গীকার
ও   এক শব্দের অহংকার
প্রজন্মের ইংগিত।  


       টুংগীপাড়া, গোপালগঞ্জ
       ৩০ শে চৈত্র১৪০০ বংগাব্দ