তুই তাহলে নদী?
জল নেই এক ফোঁটা, তবু তুই নদী
তোর বুকে কত প্রেম লুকানো অমরাবতী।


তুই যদি কুয়াশায় একবার ফিরে যাস
একবার স্রোতে ভেসে অকূলের কূল হয়ে নগর ভাসাস, তোর বুকে নিয়ে যাস দুঃখ সবার
তাহলে কি ক্ষতি হবে? নদী নাম ঘুচে যাবে ?
নদীর প্রকার!


জল নেই তবু তুই নদী, তুই ছিলি দেহমাঝে জন্মাবধি
অবুঝ হৃদয় খুলে তোরে লিখি, তোরে পড়ি
তোরে নিয়ে কাব্যের ছেষট্টি পাতায়  মনরঙে এঁকেছিলাম জীবনের স্বপ্ন আকাশ, সবুজ ধানের ক্ষেতে দোলা দেয়া ভোরের বাতাস।


স্রোত নেই, জল নেই তবু তুই নদী
মন তোর কখনো লুকায় মরু বালুকায় যদি
তৃষ্ণাকে না করিস ভয়
আছে প্রেম ভালোবাসা গোপন হৃদয়
আছে সেই ফেলে আসা কৈশোর স্মৃতি
তোর বুকে নুয়ে নেয়া ঘ্রাণের বাহার
তোরে দেয়া অকাতরে সোহাগ আদর।


তুই তাহলে নদী?
জল নেই এক ফোঁটা, তবু তুই নদী
তোর বুকে কত প্রেম লুকানো অমরাবতী।