অদ্ভুত ছায়ায় বসে রাষ্ট্র হাসে ক্রুর হাসি
এভাবেই প্রলম্বিত করা যায়! এভাবেই আকড়ে থাকার সহজ উপায়। মারীও এগিয়ে দিলো খানিকটা পথ
কোন দায় কখনো ছিলো কিনা জিজ্ঞাসা করে না কেউ অথবা এড়িয়ে চলার রীতিটা এমন। চেয়েও দ্যাখেনা আজ জিনিসের উচুদামে পুড়ছে মানুষ অগনন।


বালক নগর!  এ আবার নামটি কেমন
চেয়ে দেখি বিভ্রমের পুচ্ছ উড়ে যায়
তবুও অন্তরে  সত্য যেন সবুজের শ্যামল মায়ায়
কচি কিশলয়ে উঁকি দেয়


ভোর হয়, সূ্র্য তার তেজোদৃপ্ত পথে হেঁটে পৃথিবী বাঁচায়। রাত হয় চাঁদও ছড়ায় হলুদ রোদ, মিটিমিটি জ্বলে চলে অযুত তারায়। সৃষ্টিতে কোনটা ধীর কোনটা অস্থির যাওয়া আর আশায়
অথচ আকড়ে থাকা কীসের নেশায়? পাদপীঠে জ্বালবার আগে দেহের আলো, নেভানোর স্মৃতিটুকু
রেখেছো কি মনের খাতায়?
-------------------------------------------