স্মৃতির নদীতে ভাসতে ভাসতে একদিন তোমাদেরই স্মৃতির আড়াল হয়ে যাই
না খাওয়া শূন্য হরিৎ বিকেল পড়ে থাকে ঘুটঘুটে
সন্ধ্যের বিমর্ষ  অপেক্ষায়।
মূল্যহীন আমি পতিত হই প্রতিদিন ময়লার স্তুপে, ব্যবহৃত বর্জ্য আর বিকট গন্ধ হয়ে।


ছোঁয় না আমাকে কেউ অবহেলে, ভালোবেসে।


অথচ মা আমার ঝাপসা চোখে হাতড়ায় সুখ
থৈ থৈ দুঃখ পাড়ি দিয়ে এসে
সার্বক্ষণিক বহমান ক্ষুধা আর কর্মক্লান্তি শেষে
তার কোমল পরশে মুছে দেয় অভাব। *************************************
টুঙ্গিপাড়া,