অবাক বিনিময়
--শরীফ এমদাদ হোসেন
তাং ২৫-০৭-২০২০


একবার ভালোবেসে দেখো
ওই চাঁদ তোমার হবে আলো দেয়া সূ্র্য তোমার
মেরুর বরফ গলা সাগরের তীর
ফুল পাখি শরতের আকাশ তোমার
লিখে দেবো মধুমতী
উপশম হয় যদি তোমার তৃষ্ণার।


একবার ভালোবেসে দেখো
পাহাড়ি ঝরনা দেবো, জলের নূপুর দেবো
পালক জোছনার।
প্রজাপতি রঙ মেখো হরিৎ বিকেল দেখো
কস্তূরী ঘ্রাণে রেখো সুখের বাহার
বলো না, বাকী কিছু থাকলো কী আর !!


ভালোবেসে দেখো না একবার
যা দিয়েছে ঈশ্বর তাই ই তো তোমার
কেবলই জেনে রেখোঃ
আমার কিছুই দেবো না আমি
কেবল তুমিই, হবে যে আমার।
******************************