অবাক হই, মাঝে মাঝে অবাকই হই
নিজেকে আয়নায় দেখি, কাকে দেখি ? কী দেখি?
আমি তো আর আমি নাই
জ্বরা এসে ছুঁয়ে গেছে বার্ধক্য কপাট
কোথায় সেই শৈশব কৈশোর তারুণ্য যৌবন ?


অবাক হই, অবাকই হই
কখনো ওপরে কখনো নীচে আবার ওপরে
হা ঈশ্বর! খেলাঘরে আমাকে দিয়ে আর কত খেলাবে
গোল্লাছুট! কত আর নামবো নীচে, অতোটা নীচে?


অবাক হই, অবাক চোখে অবাকই হই
জীবনের সাথে মেশা দুঃখকে ঢেকে রেখে দুঃখের নীচে
কীভাবে নিপুণ হেসে বলছো আমায়, "তোমার সুন্দরে
রোজ ভিজাই গলা, তোমার কৃষ্ণ কালোয় আলোয় ভরি মন।" অবাক হই, অবাকই হই !


অবাক হই, সত্যিই অবাক হই
পেছন ফিরে তাকিয়ে অবাকই হই
কতই হারালাম প্রীতি প্রেম, আত্মীয় অনাত্মীয় মা বাবা ভাই বোন বন্ধু সই!


পেলাম দুঃখের ইঞ্চি ইঞ্চি জমি, রুদ্র কাল বৈশাখী
তবু বারবার দাঁড়াবার দুর্নিবার স্রোত আশা।


দেখি আর অবাক হই, সত্যিই অবাক হই!
★★★★★★★★★★★★★★★★★★★★
১৩/০৩/২০২১