ওই মেয়ে বোঝো কবিতা কাহারে কয়  ?
সবকিছু বোঝো কবিতা বোঝো না
তা বললেই কি হয়!  


পাহাড়ের চূড়া হতে নেমে আসা সব শোক
মেঘ সূর্যের মাঝে  ভালোবাসার উদ্যোগ
যদি কবিতা নাইবা হয়
তাহলে বোঝোটা কি
দেহের ফাগুন আগুনের বৈঠকি!


ফুল বিহঙ্গের অকৃত্রিম যাওয়া আসা
কোটি নক্ষত্রের দিবানিশি চেয়ে থাকা
সাগর নদীর বহমান স্রোতধারা
কবিতা নয়তো কি
তোমার বনের টককুল আমলকি !


বোঝো নাই কবিতা?
কবিতা তো তারে কয়  
পথের পানে প্রেম-ফুল বনে অবাক যে চেয়ে রয়।


আলোময় মুখে ঝলমলে হাসি
বেদনারে কয় দূর
ধরণীর সব সুখ-স্বপ্ন, ভালোবাসাবাসি
কবিতায় ভরপুর।
**********************
টুঙ্গিপাড়া