বৃষ্টির ধারাপাত এখন মনেও আসে না
ক্ষয়িষ্ণু সময়
নেই জল তৃষ্ণার শ্লোক,পাখির উৎসব
এলোমেলো সারাটা শরীর।


পুড়িয়ে কোন সে চিতার ভষ্ম
উড়াবো চৌদিক !
বহুদিন হতে পুড়ছি রাষ্ট্রের আগুনে।


কে কার খবর রাখে ?
বহু জল গড়িয়েছে মধুমতী দিয়ে
মেঘ তবু ওড়েনি আকাশে।


চাতকের মতো চেয়ে থাকি,
বৃষ্টি হোক, বৃষ্টি হোক বৃষ্টির উঠোনে।