এখন নেই তেমন নির্জন প্রান্তর
কোলাহলে ভরপুর নগর বন্দর
নির্জন প্রান্তরে হেঁটে যদিবা কখন
হয়তো পেতেও পারি পাখিদের মন


হায় পাখি ! বুকে তোর সুনীল আকাশ
অসীম সীমানা তোর গাছে গাছে বাস
মাঠে মাঠে শস্য দানা মাটি খাদ্যাভ্যাস
ও' দু' টি ডানাই তোর আসল সাহস।


দুঃখ তোর কম নয় ব্যাধে খুঁজে মরে
অসতর্ক প্রাণ যায় আশীবিষ  শরে
হায়রে জীবন তবু  ! সদা বুকে করে
অসীম আকাশে চরে চিরকাল ধরে।


আমিও আকাশ হবো কোনদিন যদি
আবার ফিরিতে পারি কাশ ফুল নদী।


যদি কোনোদিন হই সূর্য সচেতন
যদি হয় এ হৃদয় একান্ত নির্জন
কেউ হয় প্রীতি প্রেমে একান্ত স্বজন
তাহলেও পেতে পারি পাখিদের মন।
***********************
টুঙ্গিপাড়া,