মৃত্যুর মত নতমুখে দল বেঁধে দেখতে আসলে যদি
কেন আসলে না ফাগুন ফুলে
কেন ওই চোখে তৃষ্ণা নিয়ে পার হলে নদী ?
কেন বলো দিন শেষ রাত শেষ আজন্ম অবধি??
তাহলে কি বলতে চাও !  সময় ফুরিয়েছে সেই আগে,
এখন অবেলা ;
কুমারীর শোক শুধুমাত্র জেগে থাকে কৃষ্ণপক্ষের একফালি চাঁদের মত
কী করে খুঁজবো মাতাল চোখ, অমল আঙুল!


হেমন্তের হলুদ পাতারা যেই ভাবে ঝরে পড়ে
আশার বাগান নিঃশব্দে সেই ভাবে ক্ষয় হয় যদি
কী করে মাতাবো বাতাস দক্ষিনের মত
ম্রিয়মাণা নদীর জল স্রোত!


কাটিয়েছি রাতদিন, তবুও কাটাতে চাই
পুকুরের থমক লাগা জলে
পেতে চাই কিশোরীর করাঙুল, বৈঁচির বনে খোঁজা পাখির সংসার
হায়! অমল ধবল দিন !!
**********************************************
টুঙ্গিপাড়া,