পাখির চোখে সন্ধ্যা নামে
মেঘ ছুঁয়ে যায় ধবল রাতের আকাশ
আকাশ তবু সুনীল বলেই জানি


বৃক্ষশাখায় জীবন কাটে তার,
রাতের শেষে শিস দিয়ে দেয় হাক,
সুরের টানে মনে যে দেয় দোলা
ভোরের শিশির নরম ঘাসের পরে
আলতো করে ফোঁটায় ফোঁটায় ঝরে


পাখির চোখে ভোরের আলোর খনি
মেঘের কাছে ঠিক ঠিকানা আঁকা
সুনীল আকাশ দেয় পাড়ি দেয়, সুদূর
মেলে দুটি কোমল সতেজ পাখা।


পাখির চোখেই দেখি আকাশটারে
আকাশনীলে তারার ঝিকিমকি
কষ্ট ভুলে স্বপ্ন আঁকা ভোরে
জীবনটা হোক পাখির মতোই সুখী।