এ রাতটা ছিল পিশাচী রাত রাতটা ছিল কালো
এ রাতটা ছিল হায়েনাদের ধ্বংস আগুন জ্বালো
এ রাতেই হলো মুজিব কন্ঠে স্বাধীনতার ডাক
এ রাতেই হলো মুখোমুখি প্রতিরোধের  হাক।


এ রাতটা ছিল পঁচিশে মার্চ  রাত
এ রাতেই হলো জল্লাদীয় নারকীয় উৎপাত।


এ রাতের ডাকে কাক কোকিলেও ডেকেছিল খুব
সময় সুযোগ সুখ বসন্ত ছাড়া তারা সারাবছর চুপ
সারা দেশের গরীব দুঃখী আমজনতা বাড়ি হলো ছাড়া
জীবন গেলো কতজনের!
কত জনে বলল হেকে দাঁড়া শক্ত হয়ে দাঁড়া।


এ রাতটা ছিল পঁচিশে মার্চ রাত
এ রাতটা ওদের নয়, ওদের স্বপ্ন হলো যে বরবাদ।


ন'মাস পর যুদ্ধ গেল থেমে,আসলো স্বাধীনতা
এলেন বীরের বেশে  মুক্ত স্বাধীন দেশে
মুজিব জাতির পিতা।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,