পোড়া মুখ কী করে দেখাবো আমার ?
যদিও কোন একদিন কপালের ভাঁজে আঁকা ছিল সৌভাগ্যের দাগ,
আকাশের শরৎ মেঘের মতো সে দাগ গ্লানীর মুখে পুড়ে পুড়ে সর্বস্বহারা হলাম আমি এক এগারোয়
গৃহত্যাগী হতে হতে সেই আমি সেঁধিয়েছি গৃহের কোণে
নেই রাগ, নেই অভিমান ফুরিয়েছে চোখের শ্রাবণ জল
পোড়া মুখ তাই আমি কী করে দেখাই ?


শুভক্ষণে বন্ধু স্বজনের বহু আনাগোনা মাতালো যৌবন, দুইহাতে ছড়ানো সুখ হতে কুড়ানোর সুখ পেতে চাইনি কখনো কোনদিন, তবু ঈশ্বর কেড়ে নিয়ে গেলো সবকিছু আমার........


নদীও ফিরে আসে বর্ষণে আবার, আসে ফের ভাটাও জোয়ার, আসে ফিরে প্রমোদের বসন্ত বাহার
কী করে পোড়া মুখ দেখাবো আমার ?
প্রতি পলে দণ্ডে দণ্ডে দণ্ডিত আমি মুহূর্তেও নই, ছিলাম না কখনো কোনরূপ কেনো দোষী কিছুতেই তার
তবুও পুড়ে যাই, পুড়ে পুড়ে হই অঙ্গার
এই পোড়া মুখ কীভাবে দেখাবো আমার ???
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,