বার বার বলছিল সে পাগল নয়
তাকে অভিনয় করতে হয়
তার আর  ভালো লাগেনা পাগলের অভিনয়
এখন সে ভালো হতে চায়।


গোলাপের ঘ্রাণ তীব্র হয়।
সে ঘ্রাণে কারো সুখ, কারো এ্যালার্জি।
আমলা,এম পি,মন্ত্রীরও হয়। ফুলের ঘ্রাণে, টাকায় নয়।


বৃক্ষ বাড়তে বাড়তে অনেক দীর্ঘ হয়
তরুলতা,পত্রপল্লব সবুজ হতে হতে গাঢ় সবুজ হয়
তারপর বিবর্ণ  হয়ে ঝরে পড়ে, মানুষও।


দীর্ঘায়ুর হলেও পাখির বাসা দীর্ঘ সময়ের নয়
প্রতি প্রজননে ঘুঘু পাখি বাসা আর পুরুষ পাল্টায়
কেউ কেউ প্রতিদিন পাল্টায় বউ, আসবাব, বাড়ি, গাড়ি, সুখ।


কেবল জন্মাবধি আমাদের পালন করা দুঃখটা
পাল্টে যায় না।
*****************************
টুঙ্গিপাড়া,